ঝড় বিধ্বস্ত শহরে সার-ওষুধ দিয়ে গাছ বাঁচিয়ে নজির গড়লেন রিচি রোডের কেন্দ্রীয় সরকারি আবাসনের বাসিন্দারা
Continues below advertisement
ঘূর্ণিঝড় উমপুনের জেরে লণ্ডভণ্ড শহর। এখনও রাস্তায় রাস্তায় পড়ে বিশাল গাছ। পথ পরিস্কার করতে কাটা হচ্ছে গাছ। এমন অবস্থায় ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বালিগঞ্জ ফাঁড়ির রিচি রোডে কেন্দ্রীয় সরকারের আবাসনের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ে উপড়ে গিয়েছিল আবাসনের একটি আম গাছ। বর্তমান পরিস্থিতিতে যেখানে সবাই গাছ কাটার লোক খুঁজে বেড়াচ্ছেন, সেখানে গাছ বাঁচানোর উদ্যোগ নেন আবাসিকরা। প্রথমে কিছু ডালপালা ছাটা হয়, তারপর কলকাতা পুলিশের ক্রেনের সাহায্যে তোলা হয় গাছটিকে। সার ও ওষুধে দিয়ে বসানো হয় আগের জায়গায়। গোটা প্রক্রিয়ার উদ্যোক্তা, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং হটিকালচার বিভাগ।
Continues below advertisement
Tags :
Tree Restoration Amphan Cyclone Path Amphan Cyclone Updates Amphan Cyclone News Ballygunge Mango Tree Amphan Updates Amphan Effect Amphan Abp Ananda Amphan Cyclone Meaning