‘যেন তীর্থদর্শন হল', সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে প্রস্তাব অধীরের, আপ্লুত কন্যা ধন্যবাদ জানালেন অধীর-মমতা দুজনকেই
সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ গ্রিনের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। প্রায় মিনিট ১৫ সৌমিত্রবাবুর বাড়িতে ছিলেন অধীর চৌধুরী। সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজ্য সরকার তাঁর প্রাপ্য সম্মান দেয়নি, অভিযোগ করেন তিনি। অধীরবাবু আসায় আমরা খুশি, তবে এই নিয়ে বিতর্ক চাই না, জানিয়ে দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে অডিটোরিয়াম তৈরি হোক, চিহ্নিত করা হোক একটি বিশেষ পদ, দাবি অধীরের। এই প্রস্তাবে স্বাভাবিকভাবেই খুশি সৌমিত্র-কন্যা পৌলমী বসু।
Tags :
Poulami Basu Soumitra Chatterjee Demise Soumitra Chatterjee ABP Ananda LIVE Adhir Ranjan Chowdhury Abp Ananda Congress