সল্টলেক আমরিতে দমদমের ৫৭ বছরের ব্যক্তির টেস্ট পজিটিভ, আরও খবর দেখুন সকালের হেডলাইন‍্‍স

১। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৪। স্কটল্যান্ড ফেরত ছাত্রীর পরে সল্টলেক আমরিতে দমদমের ৫৭ বছরের ব্যক্তির টেস্ট পজিটিভ। অবস্থা সঙ্কটজনক। রাখা হল ভেন্টিলেশনে।
রাজ্যে করোনা-আক্রান্ত ৪

২। ভারতে করোনা আক্রান্ত ৩১৫। একদিনে প্রায় ১০০। আজ মোদির ডাকে জনতা কার্ফু। বন্ধ প্যাসেঞ্জার-এক্সপ্রেস। জরুরি পরিষেবা ছাড়া আপাতত মুম্বইয়ে লোকাল ট্রেনে যাত্রী নিয়ন্ত্রণ।
একদিনে আক্রান্ত ১০০!

৩। বিদেশ-ফেরতদের বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টিন। সংস্পর্শে এলে উপসর্গ না থাকলেও টেস্ট। রাজ্যে হোম কোয়ারেন্টিনে প্রায় ২১ হাজার। একদিনে প্রায় ১২০০।
‘বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন’

৪। আজ সকাল থেকে রাজ্যে সমস্ত দূরপাল্লার ট্রেন বন্ধ। চলবে শুধু রাজ্যের মধ্যে। রেলবোর্ডকে চিঠি। ভিনরাজ্যের বাস-ও বন্ধ। কমবে মেট্রো। চলবে কম হলুদ ট্যাক্সি।
দূরপাল্লার ট্রেন, বাস বন্ধ

৫। মুম্বই, পুণে থেকে বাংলার শ্রমিকদের নিয়ে আসছে ট্রেন।  ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য পরীক্ষা না করেই পাঠানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর। দূরপাল্লার ট্রেন বাতিলের আবেদন না শোনার দাবি‘ইচ্ছাকৃত গাফিলতি রেলের’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola