গড়ফায় তরুণীর 'শ্লীলতাহানি', গ্রেফতার অভিযুক্ত অ্যাপ বাইক চালক
Continues below advertisement
এক সপ্তাহে তিনবার। সোম ও বুধের পর শুক্রবার। এবার ভর দুপুরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কলকাতায় ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। গ্রেফতার অ্যাপ নির্ভর বাইকের চালক। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণীর দাবি, শুক্রবার দুপুর একটা নাগাদ বেলেঘাটা থেকে সেলিমপুরে বাড়ি ফেরার জন্য অ্যাপ নির্ভার মোটরবাইকে ওঠেন। অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকেন চালক। আপত্তি জানালে কালিকাপুরে এসে চালক জোর করে নামিয়ে দেন তাঁকে। এই নিয়ে দুজনের বচসা হয়। তরুণীর অভিযোগ, ভাড়া দেওয়ার সময় তাঁর শ্লীলতাহানি ও কটূক্তি করা হয়। ছুড়ে দেওয়া হয় ফেরতের টাকা। পরে ১০০ ডায়ালে ফোন করে অভিযোগ জানান তরুণী। শনিবার অভিযুক্ত ধীরজ কুমার রামকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি।
Continues below advertisement
Tags :
Physical Harassment App Bike Live News Bangla Khabar Bangla News Khobor Bangla Bengali News Bengali News Live Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Bike Abp Ananda