কলকাতার নামী রেস্তোরাঁতে কার্ড প্রতারণার জাল, গয়া গ্যাং-কে জেরায় চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement
রেস্তোরাঁয় খেতে গিয়ে বিল মেটানোর সময় সাবধান। ডেবিট কার্ড প্রতারণাকাণ্ডে এবার মিলল রেস্তোরাঁ-যোগ। পুলিশ সূত্রে খবর, প্রতারকরা জাল বিছিয়েছে কলকাতার বেশ কয়েকটি নামী রেস্তোরাঁয়। এই তালিকায় রয়েছে পার্ক সার্কাসের একটি নামী রেস্তোরাঁ। বিহারের গয়ার বাসিন্দা দুই প্রতারককে জেরা করে ওই রেস্তোরাঁর এক কর্মীকে চিহ্নিত করেছে পুলিশ। সূত্রের খবর, রেস্তোরাঁ কর্মীদের একাংশের যোগসাজশেই চলছিল প্রতারণার কারবার। পুলিশ সূত্রে খবর, খাবারের বিল ডেবিট কার্ডে দেওয়ার সময়, ক্রেতার নজর এড়িয়ে স্কিমারের সাহায্যে কার্ডের তথ্য ক্লোন করে নিত রেস্তোরাঁর কর্মী। সেই তথ্য মোটা টাকায় বিক্রি করা হত দুই প্রতারকের কাছে। এরপর ক্লোন কার্ড তৈরি করে এটিএম থেকে তুলে নেওয়া হত টাকা। এভাবে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশের দাবি, আড়াইশোরও বেশি ডেবিট কার্ডের তথ্য রয়েছে তাদের কাছে। কোন কোন রেস্তোরাঁয় এই চক্র জাল ছড়িয়েছে, তা জানতে ধৃতদের বাজেয়াপ্ত করা ল্যাপটপ খতিয়ে দেখছে পুলিশ।
Continues below advertisement
Tags :
ATM Fraud