ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব দশ হাজার টাকা, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। এবার হরিদেবপুর বাসিন্দার টাকা উঠল মুম্বই থেকে! ওই যুবকের অভিযোগ, গতকাল তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেন। কিন্তু, টাকা কেটে নিলেও খাবার না আসায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ জানানোর জন্য সংস্থার তরফে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই ব্যক্তির দাবি, অ্যাপে অভিযোগও জানান তিনি। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তোলার এসএমএস পান তিনি। যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।