লক্ষ্য জনসংযোগ? ইজেডসিসি-র দুর্গাপুজোর সঙ্গে ‘সরাসরি’ জুড়ছে বিজেপি, উদ্বোধনে প্রধানমন্ত্রী
জনসংযোগের লক্ষ্যে এবার ইজেডসিসি-র দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। বিধানসভা ভোটের আগে এই উদ্যোগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তবে, দিলীপ ঘোষ আবার সরাসরি দলকে দুর্গাপুজোর আয়োজনের সঙ্গে জুড়তে নারাজ। পশ্চিমবঙ্গে জনসংযোগের জন্য দুর্গাপুজোর থেকে ভাল মাধ্যম আর কীই বা হতে পারে! আর সম্ভবত সেই কারণে, গতবারের পর এবারও, দুর্গাপুজোকে হাতিয়ার করেই জনসংযোগের আলো কাড়তে ময়দানে নামছে বিজেপি। গতবছর সল্টলেকের বি জে ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে, এবার বাঙালির আবেগকে হাতিয়ার করে, মন জয়ের জন্য ময়দানে খোদ নরেন্দ্র মোদি।