শিরোনাম: করোনা-মুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, আজ থেকে ফের খুলছে সিনেমা হল
সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। সঙ্কটজনক হলেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অবস্থা আরও কিছুটা স্থিতিশীল, জানালেন কন্যা পৌলমী। পুজোর মুখে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যুতে নতুন রেকর্ড। টানা সাত দিন আক্রান্ত সাড়ে ৩ হাজার পার। মৃত বেড়ে ৬৪। সুস্থতার হার ৮৭.৭৯ শতাংশ। পুজোর আয়োজনে কি মানা হচ্ছে গাইডলাইন? দমকলমন্ত্রীর পুজো শ্রীভূমি স্পোর্টিং পরিদর্শনে দমকলের ডিজি, বিধাননগরের সিপি। সল্টলেকের আরও তিনটি পুজো পরিদর্শন। নবান্ন অভিযানে পুলিশের রঙিন জলে মেশানো হয়েছিল করোনা ভাইরাস। জাতীয় মানবাধিকার কমিশনে বিস্ফোরক বিজেপি। বহু অসুস্থতার অভিযোগ। ভিত্তিহীন, পাল্টা অরূপ। পুজোর আগে বাংলায় আসছেন না অমিত শাহ। উত্তরবঙ্গ সফরে জে পি নাড্ডা। যেই আসুক লাভ নেই, কটাক্ষ তৃণমূলের। বাবুলের বিরুদ্ধে পুলিশের চার্জশিট খারিজ হাইকোর্টের। মহুয়া মৈত্রের সম্মানহানির অভিযোগে পুলিশের চার্জশিট। চ্যালেঞ্জ করে মামলা। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মহুয়ার। আজ থেকে ফের খুলছে সিনেমা হল। পুনরায় মুক্তি পাচ্ছে কয়েকটি সিনেমা। চেতলার পর এবার উত্তরবঙ্গ। একসঙ্গে ৬৯ টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর। নবান্ন থেকে পুজোর সূচনা সেরে গেলেন আহিরিটোলা, নাকতলায়। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদের জনজীবন। বাড়ি ধসে ১৫ জনের মৃত্যু। বিপর্যস্ত মহারাষ্ট্র।