'তৃণমূল ছেড়ে বিজেপি আসা নেতা-কর্মীদের হয় খুন হতে হচ্ছে, নয় জেলে যেতে হচ্ছে', বিস্ফোরক অভিযোগ অরবিন্দ মেননের

Continues below advertisement
ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে রাখা রয়েছে মণীশ শুক্লর দেহ। গোটা চত্বর জুড়ে পুলিশি নিরাপত্তা। এনআরএসে বিজেপি নেতাদের ঢুকতে বাধা পুলিশের। এমনটাই অভিযোগ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননের। মণীশ শুক্লর দেহ নিতে গেলেই বিজেপি নেতৃত্বকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যদিও মৃতদেহ না নিয়ে এলাকা ছাড়বেন না বিজেপি নেতারা, এমনটাই দাবি অরবিন্দ মেননের। তাঁর অভিযোগ, "যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকছে, হয় তাঁদের খুন করা হচ্ছে, নয়তো মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢোকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য জুড়ে একটা অরাজকতা চলছে।" এদিকে, বিজেপির এই বিক্ষোভের মধ্যেই দেখা গিয়েছে, পুলিশকে মাইকিং করে হাসপাতালের প্রবেশ দ্বার খালি করার আবেদন জানাচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram