কোজাগরীর সন্ধ্যায় কাশীপুরের ঘাটে গঙ্গারতি দিলীপ ঘোষের, করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ
Continues below advertisement
কোজাগরীর সন্ধ্যায় কাশীপুরের বৈষ্ণবীবালা ঘাটে গঙ্গারতি করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আরতি দেখতে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ে করোনার নিয়ম-নাস্তি। এমনটাই অভিযোগ। যদিও বিজেপির রাজ্য সভাপতির আবার সাফাই, 'অনুষ্ঠান হলে মানুষতো আসবেই।' যখন যা মনে হচ্ছে, তাই করছেন। পাল্টা কটাক্ষ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।
Continues below advertisement