Swami Vivekanda Birth Anniversary: ভোটমুখী বাংলায় স্বামী বিবেকানন্দের জন্মদিনকে নিয়ে শাসক-বিরোধী টানাপোড়েন

Continues below advertisement
আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন। ভোটমুখী বাংলায় স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপি ও তৃণমূলের টানাপোড়েন অব্যাহত। স্বামীজির জন্মদিবসে সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, কৈলাস বিজয়বর্গীয় ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করেন কৈলাস বিজয়বর্গীয় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, আজই জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ বিজেপির তরফে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন তিনি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram