বিধি অমান্য করে বেলুড় থেকে ময়দান পর্যন্ত বিজেপির বাইক মিছিল
Continues below advertisement
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৭ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বাইক মিছিল করে বিজেপি। সেই মিছিলের বিরুদ্ধে করোনাবিধি অমান্যের অভিযোগ উঠেছে। বেলুড় থেকে ময়দান পর্যন্ত এই বাইক মিছিল হয়। তবে মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক ছিল না। হেলমেটও ছিল না অনেকের। ছিল না সামাজিক দূরত্বও। পুলিশ সূত্রে দাবি, এই বাইক মিছিলের জন্যে অনুমতি নেওয়া হয়নি। পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, কর্মীদের উৎসাহের কারণেই সমস্ত বিধি মানা সম্ভব হয়নি, দাবি বিজেপির।
Continues below advertisement
Tags :
Police Permission Bike Rally Maidan Guidelines ABP Live COVID Swami Vivekananda Abp Ananda Belur BJP