Buddhadeb Bhattacharya Health Update: গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সকাল ১০টায় বসবে মেডিক্যাল বোর্ড

Continues below advertisement

অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভেন্টিলেশনে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর ভেন্টিলেশনের মাত্রা ধীরে ধীরে কমানো হবে বলে জানানো হচ্ছে। সকাল ১০টার সময় মেডিক্যাল বোর্ড বসবে, তারপর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। হাসপাতাল জানাচ্ছে, তাঁর রিপোর্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৪২। শরীরে অক্সিজেনের মাত্রা ৬২। সিওপিডি-র ক্ষেত্রে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমনই থাকে বলে জানানো হচ্ছে হাসপাতালের তরফে। তবে হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram