Buddhadeb Bhattacharya Health Update: সঙ্কটজনক হলেও অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আপাতত ৯৫, জানালেন চিকিৎসক

Continues below advertisement
সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattacharya। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। রাখা হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটিস্ক্যানে নিউনোমিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে স্বস্তির খবর, তাঁর  করোনার রিপোর্ট নেগেটিভ। শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।  চিকিৎসকরা পরীক্ষা করে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত। তাঁকে নিয়ে আসা হয়েছে উডল্যান্ডস্ হাসপাতালে। দুপুর ১.৫০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। উডল্যান্ডস হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী Firhad Hakim। হাসপাতালের চিকিৎসক জানান, 'উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আমরা চেষ্টা করছি। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আপাতত ৯৫-এ এসেছে। দুজন চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ওঁনার অবস্থা সঙ্কটজনক। এখনও জ্ঞান ফেরেনি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram