রাস্তায় মদ্যপানের বিরোধিতা, টালিগঞ্জের গ্রাহামস্ ল্যান্ডে গাড়ি ভাঙচুর
Continues below advertisement
রাস্তায় মদ্যপানের বিরোধিতা করায়, টালিগঞ্জের গ্রাহামস্ ল্যান্ডে গাড়ি ভাঙচুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে রাস্তায় কয়েকজন যুবক মদ্যপান করছিল। গতকাল রাতে গামছায় মুখ ঢেকে চারটি গাড়ি ভাঙচুর করে দুই যুবক। এলাকার একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। যাদবপুর থানার পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে।
Continues below advertisement
Tags :
Car Vandalized In Tollygunge Protesting Against Consumption Of Liquor On Road ABP News Live Bengali Tollygunge ABP Ananda LIVE Abp Ananda