Cattle Smuggling Case: এবার Enamul Haque-র Bentinck Street-র অফিসে তল্লাশি ED-র গোয়েন্দাদের

Continues below advertisement
২০ নভেম্বর, ২০১৯। কলকাতার আকাশে টাকা উড়তে দেখেছিলেন অনেকে। ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের বহুতলের জানলা থেকে উড়ে আসা ২০০০, ৫০০ ও ১০০ টাকার নোট কুড়োতে ভিড় জমে গিয়েছিল সেদিন। গরু পাচারকাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে বেন্টিঙ্ক স্ট্রিটের (Bentinck Street) সেই বহুতলে এবার পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের (Enamul Haque) দীর্ঘদিনের অফিস রয়েছে এম কে পয়েন্টের বিল্ডিংয়ে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram