Cow Smuggling: Binoy Mishra কে নোটিস ফের পাঠাল CBI, ২০ তারিখ হাজিরার নির্দেশ
Continues below advertisement
গরু পাচারকাণ্ডে ফের বিনয় মিশ্রকে নোটিস পাঠাল সিবিআই। এই নিয়ে তৃতীয়বার তৃণমূল যুব নেতাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দারা। আগেই হাজিরার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছিলেন বিনয় মিশ্র। ১৯ তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন তিনি। এখন জানা যাচ্ছে, ১৯ তারিখ পর্যন্ত সময় দিয়ে ২০ তারিখ তাকে ফের তলব করা হয়েছে সিবিআই নিজাম প্যালেসে দফতরে। বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি করে ইতিমধ্যেই বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছে CBI। তদন্তে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বারবার বিনয় মিশ্রর নাম উঠে এসেছে। গোয়েন্দাদের কাছে খবর, গরু পাচারের টাকা পরোক্ষভাবে বিনয়ের কাছে পৌঁছত।
Continues below advertisement