হাওড়া ও উলুবেড়িয়া পরিদর্রশনের পর মুখ্যসচিবকে চিঠি লিখে নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য চাইল কেন্দ্রীয় প্রতিনিধি দল
Continues below advertisement
এবার মুখ্যসচিবকে চিঠি লিখে নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য চাইল কেন্দ্রীয় প্রতিনিধি দল| এছাড়াও তাঁদের হাওড়া ও উলুবেড়িয়া পরিদশনের পর বেশ কিছু তথ্য চেয়েছে তাঁরা। মুখ্যসচিবকে ফের কড়া চিঠি কেন্দ্রীয় দলের ।৪টি চিঠি দেওয়া হলেও উত্তর দেয়নি রাজ্য সরকার, মাত্র আধ ঘণ্টার নোটিসে পরিদর্শনে যেতে হয়েছে, চিঠিতে উল্লেখ কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্রর। ‘মুখ্যসচিব বলেছেন, কেন্দ্রীয় দল যেখানে খুশি যেতে পারে, কেন্দ্রীয় দলকে সঙ্গ দিয়ে সময় নষ্ট করবেন না রাজ্যের সিনিয়র অফিসাররা, মুখ্যসচিবের এই অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘন। পুলিশের অনুপস্থিতিতে কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায় নিতে রাজ্য কি তৈরি?’ চিঠিতে উল্লেখ কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্রর। পুলিশের অনুপস্থিতিতে কেন্দ্রীয় দলের সুরক্ষায় বিএসএফের সিদ্ধান্তই চূড়ান্ত। অনুমতি ছাড়া বিএসএফ গেস্ট হাউস ছাড়ায় নিষেধাজ্ঞা, গেস্ট হাউস থেকে একমাত্র বিমানবন্দরে যাওয়ায় ছাড়, ২১ এপ্রিল বিএসএফকে জানান রাজ্যের এক ডিসিপি। অন্য কোথাও না বলে লিখিতভাবে জানাক রাজ্য সরকার, চিঠিতে উল্লেখ কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্রর ।
Continues below advertisement
Tags :
Chief Secreatary Letter Central Representative Team China Corona Nizamuddin Harsh Vardhan Corona Abp Ananda