সনিকা সিংহ চৌহানের মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠন, পুজোর পর শুরু বিচার প্রক্রিয়া
Continues below advertisement
সনিকা সিংহ চৌহানের মৃত্যু মামলায় চার্জ গঠন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। চার্জ গঠন করা হয়েছে অনিচ্ছাকৃত খুন, সঙ্গে বেপরোয়া ভাবে গাড়ি চালানো-সহ একাধিক ধারা। বিক্রমের বিরুদ্ধে চার্জ গঠন আলিপুর আদালতের। নিজেকে নির্দোষ বলে আদালতে দাবি বিক্রমের। পুজোর পর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। ২০১৭ সালের ২৯ এপ্রিল সনিকার মৃত্যু হয় দুর্ঘটনায়।
Continues below advertisement
Tags :
Drink And Drive Bikram Chatterjee Alipur Court Sonika Singh Chauhan ABP Live Abp Ananda Death