Chhath Puja At Rabindra Sarobar case: হাইকোর্টের না সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি আদায় করতে Supreme Court-এ কেএমডিএ, আজ শুনানি

Continues below advertisement

National Green Tribunal ও Calcutta High Court স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বছর Rabindra Sarobar-এ Chhat Puja করা যাবে না। বারবার যেভাবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজো করা হয়, বহুবার তার সমালোচনায় সরব হয়েছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা! গত দু’ বছর ধরে ছট পুজোর জেরে রবীন্দ্র সরোবর polluted হয়েছে পরিবেশ। পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে law and order। এবারও পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখানে ছট পুজো করা যাবে না! গত ১০ তারিখ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রবীন্দ্র সরোবরে ছট পুজোর ক্ষেত্রে Supreme Court-এ যে মামলা চলছে, তা নিয়ে সর্বোচ্চ আদালতই শেষ কথা বলবে। সেই মামলায় চূড়ান্ত নির্দেশ না দেওয়া হলে Rabindra Sarobar ও Subhas Sarobar-এ ছট পুজো নিষিদ্ধ। সূত্রের খবর, এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সুভাষ সরোবরে ছট পুজোর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আর্জি জানাতে চলেছে রাজ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram