Chhath Puja 2020: ‘৬ ঘণ্টা ঢুকতে দিন, এই সামান্য সময়ে এমন কিছু দূষণ হয় না’, আদালতের নির্দেশ সত্ত্বেও পুণ্যার্থীদের গা জোয়ারি Rabindra Sarovar-এ
জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে Rabindra Sarovar-এ করা যাবে না Chhath Puja। KMDA-র আবেদনের মামলায় স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ সকালের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের সামনে জড়ো হন পুণ্যার্থীরা। উত্তেজনার সৃষ্টি হয়। ঢুকতে না দিলে রাস্তায় বসে পুজো করারও হুঁশিয়ারিও দেন কয়েকজন। তাঁদের দাবি, “এবছরের মতো আমাদের পুজো করতে দিন”। কোর্টের নিষেধাজ্ঞা, তবুও গা জোয়ারি করছেন পুণ্যার্থীদের। তাঁদের বক্তব্য, “৬ ঘণ্টা সময় চাই আমাদের। ৬ ঘণ্টায় কোনও পরিবেশ দূষণ হয় না।“
Tags :
Subhas Sarovar Chhath Puja 2020 Rabindra Sarovar ABP Ananda LIVE Calcutta High Court Abp Ananda Supreme Court