chhath puja 2020: 'আমরা কাউকে জোর করিনি, কোর্টের নির্দেশ মেনে ছট পালন করছেন মানুষই', ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement
হেস্টিংসের তক্তা ঘাটে ছট পুজোর অনুষ্ঠানে Chief Minister Mamata Banerjee। উপস্থিত ছিলেন Firhad Hakim এবং CP Anuj Sharma। এই অনুষ্ঠানে Mamata Banerjee বলেছেন, 'আমরা কোর্টের নির্দেশ মেনে, করোনা বিধিকে মাথায় রেখে সব উৎসব পালন করেছি। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। কেউ কেউ আসে ভাষণ দিয়ে চলে যায়। কিন্তু আমরা সব সময় সব উৎসবে সঙ্গে থাকি।' তাই আপনারাও কোর্টের নির্দেশ মেনে Chhath উৎসব পালন করুন। এদিন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram