নাদিয়াল বিস্ফোরণে আহত ১ শিশুর মৃত্যু, এখনও স্পষ্ট নয় বিস্ফোরণের কারণ
Continues below advertisement
নাদিয়ালে বিস্ফোরণে আহত শিশুর মৃত্যু গতকাল, মেটিয়াবুরুজের বটতলা মোড়ের কাছে এই বিস্ফোরণ ঘটে। পরিবার সূত্রে খবর, সকালে খেলার সময় দুই শিশু ওই বিস্ফোরণে মাটিতে লুটিয়ে পড়ে, গুরুতর আহত হয় দুই শিশু, একজনকে ছেড়ে দিলেও আরেক জনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, ৬ বছরের শিশুটিকে গতকাল সকালে SSKM ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছিল শিশুটিকে, গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয় । পুলিশ দেহটিকে ময়নাতদন্তের পর ছেড়ে দেয় । কি কারণে বিস্ফোরণ তার খোঁজ এখনো পাওয়া যায়নি ।
Continues below advertisement
Tags :
Nadial Child Death Nadial Blast Nadial Bomb Blast Govenmnet Hospital Kolkata Nadial Child Death At Ssskm Sskm