Christmas Celebration 2020: করোনা কেড়েছে উৎসবের জৌলুস, সায়েন্স সিটির টাইম মেশিনে চড়ে বড়দিন যাপনে আট থেকে আশি

Continues below advertisement
বড়দিনে উৎসবে মাতোয়ারা কলকাতা। সায়েন্স সিটি থেকে আলিপুর চিড়িয়াখানা চিত্রটা এক। এদিন সায়েন্স সিটিতে টাইম মেশিনে চড়ে সময়ের মাত্রা মাপতে বেশি উৎসাহ দেখা গিয়েছে জনতাদের মধ্যে। তবে এদিন সকালের দিকে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ঢল। করোনা আবহে কোভিড বিধি মানতে বারবার ঘোষণা চলছে প্রশাসনের তরফে। বড়দিনে আলিপুর চিড়িয়াখানায় চেনা চরিত্র এবার উধাও। কচিকাচাদের নিয়ে সকাল থেকে ভিড় করছে কিছু পরিবার। তবে প্রতিবারের মতো গেটের বাইরে লম্বা লাইন নেই। তাই ঠেলাঠেলি করে ভিতরে ঢোকার চেষ্টা দেখা যায়নি এবার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram