বড়দিনের সকালে চেতলা অগ্রণীর মাঠে শিশুদের জন্য যেমন খুশি সাজো অনুষ্ঠান , উপস্থিত মেয়রও
Continues below advertisement
আজ বড়দিন। শহর জুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা, কেকে কামড়ের সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷ আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ক্রিসমাসে শহরের অন্যতম প্রাচীন এই গীর্জাই অনেকের কাছে ফার্স্ট ডেস্টিনেশন। সকাল থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে। গীর্জায় গীর্জায় প্রার্থনা সেরে পার্ক স্ট্রিটের হোটেল-রেস্তোরাঁগুলিতে প্রাতঃরাশ সারতে আসছেন অনেকেই। ভিড় বাড়ছে কেকের দোকানের সামনেও।
Continues below advertisement