গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি? তৈরি হয়েছে অ্যান্টিবডি? কলকাতার ৫টি কন্টেনমেন্ট জোনে শুরু আইজিজি অ্যান্টিবডি টেস্ট
Continues below advertisement
কলকাতা পুর এলাকার ৫টি কন্টেনমেন্ট জোনে আইজিজি অ্যান্টিবডি টেস্ট শুরু। ঢাকুরিয়ার পঞ্চাননতলা এলাকা দিয়ে এই কাজ শুরু হল। রাজ্য স্বাস্থ্য দফতর ও ICMR-এর উদ্যোগে কন্টেনমেন্টে জোনগুলিতে কাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারই পরীক্ষা হবে। কলকাতা পুরসভার ৫টি ওয়ার্ডের ৫টি কন্টেনমেন্ট জোনে এই পরীক্ষা চালানো হবে। ওয়ার্ডগুলি হল ১১, ২৮, ৬১, ৮২ ও ৯০। প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে নমুনা সংগ্রহ করা হবে। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে চেন্নাইতে আইসিএমআরের ল্যাবে।
Continues below advertisement
Tags :
Diptendra Sarkar State Health Department Antibody Test ICMR Firhad Hakim Abp Ananda Kmc Coronavirus