হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবাধে আগুন জ্বালিয়ে রান্না, অমিত শাহের সভার পর বেহাল দশা শহিদ মিনার চত্বরের
Continues below advertisement
হাইকোর্টের নির্দেশ অমান্য করে অমিত শাহর সভাস্থল শহিদ মিনার চত্বরে আগুন জ্বালিয়ে রান্না। গতকাল সভা উপলক্ষে জমায়েত হয় শহিদ মিনার ময়দানে। সেনাবাহিনীর জায়গায় অবাধে আগুন জ্বালিয়ে রান্না হয়েছে। ডেকোরেটর্স সংস্থার কর্মীরা তা স্বীকারও করেছেন। পাশাপাশি, গতকাল সভার পর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। এখনও অপরিচ্ছন্ন শহিদ মিনার চত্বর। এখানে-ওখানে পড়ে রয়েছে নোংরা।
Continues below advertisement