করোনা উদ্বেগের মধ্যেই গলফ গ্রিনে রাস্তায় পড়ে পিপিই কিট, বিজেপিই এই কাজ করেছে, অভিযোগ ১০ নম্বর বরোর চেয়ারম্যানের
Continues below advertisement
করোনা উদ্বেগের মধ্যেই গলফ গ্রিনে রাস্তায় পড়ে পিপিই কিট। এলাকায় একটি ভ্যাটের সামনে চারটি পিপিই কিট পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। সেগুলিকে জীবাণুমুক্ত করেন পুর কর্মীরা। ১০ নম্বর বরোর চেয়ারম্যান তপন দাশগুপ্তর অভিযোগ, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপিই এই কাজ করেছে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
PPE Kits Found ABP News Live Bengali Golfgreen PPE Kits Corona Latest News ABP Ananda LIVE Corona South Kolkata Abp Ananda