লকডাউন উপেক্ষা করে আজও রাস্তায় কিছু মানুষ, চলছে পুলিশের নাকা চেকিং
Continues below advertisement
প্রশাসনের তরফে বারবার বলা হলেও লকডাউন উপেক্ষা করে পথে নামছে মানুষ। নির্দেশ অমান্য করার জন্য ইতিমধ্য়েই হাজার জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালের ছবিটার বিশেষ বদল হয়নি। গতকালের তুলনায় সংখ্যায় কম হলেও কিছু মানুষকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের নাকা চেকিং চলছে। অকারণে রাস্তায় নামলে নেওয়া হচ্ছে ব্য়বস্থা। উল্টোডাঙায় এদিন সকালে পথচলতি মানুষের ভিড় কম। রুবি মোড়ে জরুরি পরিষেবার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে গুটিকয়েক কর্মীকে|
Continues below advertisement
Tags :
Naka Checking Em Bypass Ultadanga Coronavirus Status Lockdown In Bengal Coronavirus Update India Corona Outbreak Corona Epidemic Abp Ananda Lockdown Coronavirus