বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশনে ৩ করোনা-আক্রান্ত, জেনেরাল আইসোলেশনে আরও ২০
বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি ২০ জন রয়েছেন জেনারেল আইসোলেশন ওয়ার্ডে। বিশেষ আইসোলেশনে রয়েছেন করোনা আক্রান্ত ২ তরুণ ও এক তরুণী।
রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৪। সল্টলেকের আমরিতে ভর্তি প্রৌঢ় এখনও ভেন্টিলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি ওই প্রৌঢ় পরিবারের বিদেশ ফেরত এক সদস্যের সংস্পর্শে এসেছিলেন। ওই ব্যক্তি যদি কোয়ারেন্টিনে না থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে রাজ্যে চালু হওয়া মহামারী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আমরিতে ভর্তি হওয়ার আগে বাগুইআটির একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন প্রৌঢ়। তিনি কোন ওয়ার্ডে, কোন রোগীদের সঙ্গে ছিলেন, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, সেই সংক্রান্ত খবরাখবর নেওয়া হচ্ছে।
রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৪। সল্টলেকের আমরিতে ভর্তি প্রৌঢ় এখনও ভেন্টিলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি ওই প্রৌঢ় পরিবারের বিদেশ ফেরত এক সদস্যের সংস্পর্শে এসেছিলেন। ওই ব্যক্তি যদি কোয়ারেন্টিনে না থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে রাজ্যে চালু হওয়া মহামারী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আমরিতে ভর্তি হওয়ার আগে বাগুইআটির একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন প্রৌঢ়। তিনি কোন ওয়ার্ডে, কোন রোগীদের সঙ্গে ছিলেন, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, সেই সংক্রান্ত খবরাখবর নেওয়া হচ্ছে।
Tags :
Symptoms Of Coronavirus In India Beleghata Id Hospital Coronavirus Test Coronavirus Prevention Coronavirus Symptoms Coronavirus Disease Novel Coronavirus 2019-nCoV Abp Ananda Coronavirus Covid-19