কলকাতায় কনটেনমেন্ট জোনের সংজ্ঞা বদল, সংক্ষিপ্ত হচ্ছে পরিধি, জানালেন ফিরহাদ হাকিম
Continues below advertisement
কলকাতায় কনটেনমেন্ট জোনের সংজ্ঞা বদল। সংক্ষিপ্ত হচ্ছে কনমেন্ট জোনের পরিধি। করোনা আক্রান্ত মিললে কনটেনমেন্ট সেই বহুতল। একাধিক রোগী মিললে কনটেন্টমেন্ট হবে কমপ্লেক্স। আক্রান্ত সাধারণ শৌচালয় ব্যবহার করলে কনটেনমেন্ট জোনে বস্তি। জানালেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। আরও বেশি করে কনটেনমেন্টে নজর দিতেই সিদ্ধান্ত। গ্রিনজোনের কর্মী কমিয়ে নজরদারি বাড়বে কনটেনমেন্ট জোনে।
Continues below advertisement
Tags :
করোনা পাশবালিশ Containment Zone West Bengal Kolkata Containment Zone ABP Live ABP Ananada Firhad Hakim Kmc Coronavirus