লকডাউনে ঝাঁপ বন্ধ সেলুনের,বাগবাজারে ১৭৫ জনের চুল-দাড়ি কাটার ব্যবস্থা স্থানীয় কাউন্সিলরের
Continues below advertisement
লকডাউনে বন্ধ হাট-বাজার, দোকান, স্কুল-কলেজ এমনকী সেলুনও। কিন্তু চুল তো আর লকডাউন বোঝে না! আপন খেয়ালে বেড়ে চলে সে। এদিকে চুল-দাড়ি না কাটতে পেরে মহাবিপাকে জনজীবন। সেই সমস্যা সমাধানের জন্যই এবার অভিনব উদ্যোগ নিলেন বাগবাজারের স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। মূলত পরিযায়ী শ্রমিক ও ভবঘুরেদের নিয়ে মোট ১৭৫ জনেরও বেশি মানুষের চুল-দাড়ি কাটানোর উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব এবং যথাসম্ভব পরিচ্ছন্নতা বজায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর বাপি ঘোষ।
Continues below advertisement
Tags :
Mini Saloon Councillor Saloon Coronavirus Lockdown Common People Baghbazar Haircut Corona Abp Ananda Kolkata