এবিপি আনন্দের খবর দেখে ওসিকে ফোন, পার্থর হস্তক্ষেপে বেহালায় ১৫ ঘণ্টা ধরে পড়ে থাকা মৃতদেহ নিতে এল শববাহী গাড়ি
এবিপি আনন্দের খবর দেখে ওসিকে ফোন, পার্থর হস্তক্ষেপে বেহালায় ১৫ ঘণ্টা ধরে পড়ে থাকা মৃতদেহ নিতে এল শববাহী গাড়ি! ১৫ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে করোনা আক্রান্তের দেহ। সোনারপুর, শ্যামপুকুরের পর এবার বেহালার সাহাপুর মেন রোডে অমানবিক আচরণের অভিযোগ। পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়। আজ প্রায় বেলা দেড়টা নাগাদ বেহালা থানার তরফে দুজন পুলিশকর্মী আসেন। দ্রুত সৎকারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়।
Tags :
Sahapur Incident Corona Patient Died Corona In Bengal Corona Partha Chatterjee Behala Abp Ananda