১৩ ঘণ্টা ধরে বাড়িতে করোনা আক্রান্তের দেহ, সংক্রমিত পরিবারের ৩ জন! বেহালার ঘটনায় দ্রুত সৎকারের আশ্বাস পার্থ চট্টোপাধ্যায়ের
১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে করোনা আক্রান্তের দেহ। সোনারপুর, শ্যামপুকুরের পর এবার বেহালার সাহাপুর মেন রোডে অমানবিক আচরণের অভিযোগ। পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়। আজ প্রায় বেলা দেড়টা নাগাদ বেহালা থানার তরফে দুজন পুলিশকর্মী আসেন। দ্রুত সৎকারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরিবারের তরফে জানানো হয়েছে, স্থানীয় বিধায়ক আশ্বাস দিয়েছেন মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলার।
Tags :
Corona Suspicion ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Corona Fear Corona Behala Abp Ananda