নিমতলা শ্মশানে অশান্তির পর অবশেষে মাঝরাতে শেষকৃত্য সম্পন্ন করোনায় মৃত ব্যক্তির

Continues below advertisement
করোনায় আক্রান্ত দমদমের বাসিন্দার মৃতদেহের সৎকার ঘিরে দফায় দফায় জটিলতা। প্রথমে শবদেহবাহী শকট পাওয়া যায়নি। কোনও চালক মৃতদেহ পৌঁছে দিতে চাননি বাড়িতে। শেষপর্যন্ত পুলিশের উদ্যোগে বিধাননগর পুরসভার তরফে গাড়ি পাঠানো হয়। এরপর মৃতদেহ নিমতলা শ্মশানে মৃতদেহ এলে ফের শুরু হয় অশান্তি। মৃতদেহ সৎকারে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। জনতাকে হঠাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। পরে পুরসভার উদ্যোগে সোমবার মাঝরাতে করোনায় আক্রান্ত দমদমের বাসিন্দার শেষকৃত্য সম্পন্ন হয়। যে ২ জন সৎকারের কাজ করেন তাদের ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram