সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে স্মৃতিচারণা করলেন দীপঙ্কর দে

Continues below advertisement
'আমার খাতায় একটা কবিতা লিখে দিয়েছিলেন এবং তা এখনও যত্নে রাখা হয়েছে। বললেন অভিনেতা দীপঙ্কর দে। বলেন, 'বিগত সম্পর্কটা খুবই ভালো ছিল। কলেজে ভরতির সময় থেকে আমার সঙ্গে ওঁনার আলাপ।'

দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। বেলভিউ হাসপাতালে প্রয়াণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু।

সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় সৌমিত্রবাবুর। ফেলুদা থেকে অপুর চরিত্রে চিরস্মরণীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের সঙ্গেও। ‘ঝিন্দের বন্দি’তে উত্তম কুমারের প্রতিস্পর্ধী প্রতিনায়ক।

তিনশোরও বেশি ছবিতে অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রুপোলি পর্দার পাশাপাশি দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চেও। ‘টিকটিকি,’ ‘হোমাপাখি’, ‘ঘটক বিদায়’-এর মতো নাটকে স্মরণীয় অভিনয়।

কিং লিয়রের ভূমিকায় চমকে দিয়েছিলেন দর্শকদের। লিখেছেন ১৪টি কাব্যগ্রন্থ, করেছেন পত্রিকা সম্পাদনাও। ২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত। ২০১১ সালে পান দাদাসাহেব ফালকে সম্মান। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১৮ সালে পান ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মান ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram