করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিল স্বাস্থ্য দফতর
Continues below advertisement
হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহার নিয়ে জরুরি পরামর্শ দিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের পরামর্শে বলা হয়েছে, করোনা আক্রান্তদের যাঁরা চিকিত্সা করছেন, সেই চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত ডোজে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহার করতে পারবেন। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা যাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাঁদেরও ওই ওষুধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেওয়া যাবে। আইসিএমআর এর পরামর্শ মেনেই স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না তাও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের পরামর্শে। বলা হয়েছে, রেটিনাপ্যাথি যাঁদের আছে বা যাঁদের হাইড্রক্সি ক্লোরোকুইন-এ অ্যালার্জি আছে, তাঁদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।
Continues below advertisement
Tags :
Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown