করোনা পরিস্থিতি কি আরও ভয়াবহ হতে চলেছে? কী বলছেন ডা. শিবব্রত বন্দোপাধ্যায়?
Continues below advertisement
গত একমাস ধরে একদিনে আক্রান্তের নিরিখে ১ নম্বরে ভারত। চিকিৎসক শিবব্রত বন্দোপাধ্যায় বলেন, "যে দিকে এগোচ্ছে ভারত, তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা লেভেল অন্যটা ট্রেন্ড। যদি লেভেলের দিকে দেখা যায় তাহলে দেশের দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা, দৈনিক মৃত্যুর সংখ্যা এবং দৈনিক পার্সেন্টেজ অফ গ্রোথ দেশে বেশি আছে। অন্যদিকে ট্রেন্ড দেখলে, আমাদের ট্রেন্ডটা কমছে। যদি আমরা তিনদিন তুলনা করি অর্থাৎ ২৪ জুলাই, ৪ অগাস্ট এবং ১৮ই অগাস্ট আমাদের ট্রেন্ডটা কমছে।"
Continues below advertisement