Dry Run of Corona Vaccine Across State : ভ্যাকসিন আসার সুখবরের মধ্যে রাজ্যের তিনটি কেন্দ্রে শুরু টিকাকরণের ড্রাই রান

Continues below advertisement
গোটা দেশের পাশাপাশি, আজ রাজ্যেও করোনা ভ্যাকসিনের ড্রাই রান। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রত্যেক জেলায় তিনটে করে কেন্দ্রে ড্রাই রান হবে। জেলার মেডিক্যাল কলেজগুলো ছাড়াও আরও ২টো কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আজ কলকাতার সব মেডিক্যাল কলেজেও হবে ড্রাই রান। এছাড়াও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকে টিকাকরণের মহড়া হবে। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে হচ্ছে টিকাকরণের প্রস্তুতি। এনআরএস হাসপাতাল, কাঁকুড়গাছি স্বাস্থ্যকেন্দ্র ও উত্তর ২৪ পরগনার জেলা সদর হাসপাতাল থেকে দেখুন টিকাকরণের প্রস্তুতি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram