Durga Puja 2020: কাগজ দিয়ে তৈরি প্রতিমা! দেখুন হাতিবাগান সর্বজনীনের মণ্ডপসজ্জা
Continues below advertisement
বাঁশের ওপর কাগজ দিয়ে তৈরি মণ্ডপ মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এমনই ভাবনা। প্রতিমা কাগজের তৈরি। যদিও পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হওয়ার পরই শুরু হয় লকডাউন। সেই কারণেই মাঝে থমকে যায় কাজ। হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এমনই ভাবনা। প্রতিমাও তৈরি হয়েছে কাগজ দিয়েই। দেখে নিন সরাসরি।
Continues below advertisement