‘উত্সবে সামিল হন, কিন্তু মাস্ক পরে’, প্রচার কলকাতা পুলিশের, করা হল মাস্ক বিলিও
Continues below advertisement
উত্সবে সামিল হন, কিন্তু মাস্ক পরে। করোনা সতর্কতা মেনে। প্রচার কলকাতা পুলিশের। মঙ্গলবার গড়িয়াহাট, তালতলা এবং রবীন্দ্র সরোবর থানার তরফে মাস্ক বিলি করা হয়। একইভাবে পুলিশের তরফে মাস্ক বিতরণ করা হয় তালতলা এবং গোলপার্কে। যাঁদের মাস্ক নেই, সচেতনা প্রচারে গড়িয়াহাট থানার পুলিশের তরফে তাঁদেরই দাঁড় করিয়ে মাস্ক বিলি করা হল।
Continues below advertisement