Durga Puja 2020: শুরু পুজোর কাউন্টডাউন, কী ভাবে স্বাস্থ্যবিধি মেনে পুজো, জানুন নবান্ন ১১ টি নির্দেশ

Continues below advertisement

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। কীভাবে এবার করোনা বিধি মেনে পুজো করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী ও পুজো কমিটিগুলির মধ্যে। এ নিয়ে সোমবার গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল খোলামেলা রাখতে হবে। মানতে হবে দূরত্ববিধি। পরতে হবে মাস্ক। রাখতে হবে স্যানিটাইজার। সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করবে ভলান্টিয়ার ও পুলিশ। পুজো প্যান্ডেলের কাছে কোনও অনুষ্ঠান নয়। পুজো উদ্বোধন ও বিসর্জনে রাখতে হবে কম সংখ্যক লোক। অনলাইনের দেওয়া হবে পুজোর অনুমতি। এবার হবে না পুজো কার্নিভাল।
এই গাইডলাইনে ১১টি বিষয় উল্লেখ করা হয়েছে।

১. দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে খোলামেলা। মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলাদা রাখতে হবে।

২. দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে। দর্শনার্থীরা মাস্ক না পরলে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে। মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে।

৩. প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের মাধ্যমে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৪. ছোট ছোট ভাগে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে।

৫. পুজো মণ্ডপ চত্বরে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

৬. পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। এক সময়ে বিচারকদের দুটির বেশি গাড়ি রাখা যাবে না।

৭. পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের ওপরে জোর দিতে হবে।

৮. অনলাইনেই পুজোর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনের আবেদন করা যাবে।

৯. ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরুর বিষয়ে নজর দিতে হবে পুজো কমিটিগুলিকে।

১০. এ বছর পুজো কার্নিভাল হবে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram