পুজোর জন্য বিদ্যুৎ নিতে গিয়ে বিপত্তি, জেমস লং সরণিতে বাড়ির মিটার ঘরে আগুন, জখম সিইএসসি কর্মী
Continues below advertisement
বেহালা ট্রামডিপোর কাছে জেমস লং সরণিতে একটি বাড়িতে আগুন। বেলা ১২টা নাগাদ দোতলা বাড়িটির একতলার মিটার ঘরে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, পাশেই বারোয়ারি পুজোর জন্য ওই বাড়ি থেকে সাময়িক বিদ্যুৎ সংযোগ নিতে যান সিইএসসির দুই কর্মী। সেই সময় মিটার ঘরে আগুন লেগে যায়, জখম হন সিএসসির এক কর্মী। আতঙ্কিত বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন রাস্তায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায়, আধঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Continues below advertisement
Tags :
Fire Workers Tram Depot James Long Sarani Fire Engine Durga Pujo ABP Live Behala Abp Ananda Fire Cesc