বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, নেপাল, বাংলাদেশের থেকেও নীচে ভারত, কটাক্ষ রাহুলের
"বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, নেপাল বাংলাদেশের থেকেও নীচে ভারত। ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৪। ভারতের গরিবেরা ক্ষুধার্ত, আর নিজের এবং বিশেষ কিছু বন্ধুর পকেট ভারি করছে কেন্দ্র," ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ রাহুল গাঁধীর।
Tags :
ABP Live Nepal Abp Ananda PAKISTAN Bangladesh Rahul Gandhi Central Government PM Modi Narendra Modi BJP Congress