আনন্দপুরের পূর্ব পল্লীতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২৫টি ঝুপড়ি
Continues below advertisement
ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের পূর্বপল্লীতে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ২৫টি ঝুপড়ি। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন দেখতে পেয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ঘনবসতি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।।
Continues below advertisement
Tags :
Purbapally 25 Houses Burnt Down At Purbapally Fire Brigade Engine Purbopally Slum Em Bypass Anandapur Fire Brigade Abp Ananda Fire