করোনা আক্রান্ত ইংল্যান্ড ফেরত যুবকের উপর কী কী চিকিৎসা চলছে?
Continues below advertisement
সংক্রমণ পৌঁছে গেলে এ রাজ্যেও। বেলেঘাটা আইডিতে ভর্তি ইংল্যান্ড ফেরত যুবকের শরীরে ধরা পড়ল নোভেল করোনাভাইরাস। চিকিৎসকরা বলছেন এক্ষেত্রে চিকিৎসা পুরোটাই উপসর্গ ভিত্তিক। কারণ এই মুহূর্তে নোভেল করোনাভাইরাস-এর কোনও প্রতিষেধক নেই। অন্যান্য দেশের মতো ভারতেও খোঁজ চলছে প্রতিষেধকের। রেট্রোভাইরাল ওষুধ প্রয়োগের মাধ্যমে সংক্রমণ আটকানোর চেষ্টা চলছে।
Continues below advertisement
Tags :
Corona Breaking First Corona Patient In Bengal Corona In West Bengal Corona Virus Corona In Bengal Abp Ananda Covid-19