বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রথম করোনা-পজিটিভ -- সকালের হেডলাইন‍্‍স

Continues below advertisement


১। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বাঙালি তরুণের টেস্ট পজিটিভ। কোয়ারেন্টিনে পাঠানো হল মা-বাবা-গাড়ির ২ চালককেও।


২। করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ১। বাঁকুড়া, মুর্শিদাবাদ মেডিক্যালে আইসোলেশনে ২।এখনও পর্যন্ত হোম কোয়ারেন্টিনে সাড়ে ১২ হাজার।


৩। কর্ণাটক, দিল্লির পর মুম্বই। করোনায় ভারতে মৃত ৩, আক্রান্ত ১৩৮। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। হোম কোয়ারেন্টিনে বিদেশ প্রতিমন্ত্রী। আইসোলেশনে অনুপ জালোটা।


৪। করোনায় সতর্কতা। ৩০ মার্চ টালিগঞ্জের সব সিনেমা-সিরিয়ালের শ্যুটিং বন্ধ। ব্যাঙ্কিং না থাকায় আপাতত রিপিট টেলিকাস্ট। ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ।


৫। করোনার এড়াতে যাত্রী কম, হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল। যাত্রী কমল মেট্রোরও। ভিড় এড়াতে মধ্য রেলের ৪ শাখায় প্ল্যাটফর্ম টিকিট ১০ টাকা থেকে বেড়ে ৫০।

.....আরও খবর দেখুন সকালের হেডলাইন‍্‍স
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram