করোনা পরিস্থিতিতে দিন পেরিয়ে গেলেও কেমো দিতে পারছেন না বহু রোগী!
Continues below advertisement
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়েছে একের পর এক হাসপাতাল-নার্সিংহোম। কিছু হাসপাতালের নির্দিষ্ট বিভাগও বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন অন্যান্য অসুখে আক্রান্তরা। কিডনির রোগ থেকে ক্যান্সারের মতো অসুখে আক্রান্ত রোগীরা দুশ্চিন্তায়, যে অসুখ বাড়লে তাঁরা কোথায় যাবেন।
Continues below advertisement
Tags :
Hospitals Shut Down Kidney Patient Coronavirus Awareness Cancer Patients Abp Ananda Coronavirus Covid-19