COVID-19: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মেডিক্যাল কলেজের অ্যানাটমির বিভাগীয় প্রধানের

Continues below advertisement
করোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু। কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাটমির বিভাগীয় প্রধানের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন যাদব চট্টোপাধ্যায়। এক মাস আগে করোনা আক্রান্ত হন তিনি। একমো সাপোর্টে রাখা হয়েছিল ওই চিকিৎসককে। এখনও পর্যন্ত করোনায় ৯৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। দ্বিতীয় স্থানে থাকা কেরলে একদিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৮১ হাজার ৮৩৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লক্ষ ২৮ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪১১ জন। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৪ হাজার ৪৫৭ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৬৬ শতাংশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram