Calcutta High Court: গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান কী? জানতে চাইল হাইকোর্ট| Bangla News
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ‘রাজ্য সরকার চাইলে গঙ্গাসাগর মেলা বন্ধ করতেই পারে’। কাল দুপুর ২ টোয় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ। ‘গঙ্গাসাগর মেলায় যাঁরা যাবেন, কিংবা যাঁরা যাবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যেকের কথা মাথায় রাখতে হবে। আশাকরি বৃহত্তর স্বার্থের কথা ভেবে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার’, গঙ্গাসাগর মেলা নিয়ে মামলায় মন্তব্য হাইকোর্টের। চিকিৎসক, পুলিশকর্মীদের সংক্রমণের বিষয়টিও বিবেচনা করার পরামর্শ। মেলার জন্য কী ব্যবস্থা করেছে সরকার? কতজন আসবেন? প্রশ্ন হাইকোর্টের। ‘গতবার ৮ লক্ষ মানুষ এসেছিলেন, গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কমেছে। ওমিক্রন বেশি সংক্রামক হলেও, গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কমেছে’। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। ‘ডেল্টা কি চলে গেছে? ৪০০-র কাছে চিকিৎসক আক্রান্ত, ভেঙে পড়বে পরিষেবা’। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে আশঙ্কা ওয়েস্ট বেঙ্গল চিকিৎসক ফোরামের। ‘পুণ্যার্থীদের অধিকাংশই কলকাতা হয়ে সাগরে যান’। ফলে কলকাতার অবস্থা আরও খারাপ হতে পারে, আশঙ্কা মামলাকারীর।